এখানে আছে সমুদ্রজল
আছে প্রিয়তমা নীলাম্বরী
সুখময় অনুভুতি আজ জয় করে সমস্ত স্বত্বাকে।
আসে প্রেম লুকায়িত কামনায়
জাগে তৃষ্ণা শরীরে প্রতিটি রক্তের কণিকা।



জীবনকে জয় করে তোমার লুকায়িত ভালোবাসা
জেগে ঊঠে তৃষ্ণা প্রেমময় বুকে
আসো তুমি নীলাম্বরী সাজের ঘণ্টা হাতে
আজ নিশ্চয়ই কামনা মিটেছে
যে রাতে তোমাকে ছুঁয়ে দেখেছিল প্রিয়তম নীলাম্বর।



প্রয়োজন ছিল কতটা
আগুন যদি লাগে মনের ফাগুনে
পুড়েছ তুমি শরীরী আগুনে
যে স্বপ্নিল ভালোবাসার পুড়ছিল
তোমারি কবিতা
আজ তবে কি সবই সবিতা।



প্রথম সূর্য চূষে নেয়
সমস্ত জমি
শিশিরসিক্ত ঘ্রানে জয়ি প্রেমিক
পরাস্ত হয় আজ লুকায়িত ভালোবাসা
জয়ি দুজন মিটে তাতে শরিরী পাওয়াতে
প্রেমের মালা পরে সুবাসিত প্রেমিকা।



কার জন্য অপেক্ষায় থাক
তোমার সে কোনসে আপনজন
যে স্বপ্নিল রাত তোমাকে ছুঁয়ে দেখে
অবিনাশ করে সবিতা
আজ তবে কি জন্ম হবে কবির নতুন কোন কবিতা!