অন্ধকারই ভালো
অন্ধকারে খুঁজেছি আলো
সেওকি আসলেই আলো
তুমি খুঁজে দেখ তোমার
দেখা সেই আলো!
যেখানে যা কিছু তোমার ভালো।।



অনুভুতিগুলো বন্ধ করে দিলে
অনুভুতি কি জন্ম নেবে?
অন্ধকারে থেকেও আলোর সন্ধান করা যায়।
স্বপ্ন দেখে স্বপ্নের বাস্তবায়ন করতে হয়।



এখন আর স্বপ্ন দেখিনা
যখন তোমায় দেখেছিলাম
ভালোবাসার আলিঙ্গনে,
আমায় যদি কষ্টের মধ্যেই রাখবে তবে ভালোবেসেছিলে কেন;
কেনইবা হৃদয় স্পর্শ করেছিলে
বাসর রাতের ভাবনায়।



সুনন্দিতা বলবো কি তা
দারুণ তুমি মিষ্টি
হাসলে পরে আকাশ জুড়ে
অমনি নামে বৃষ্টি!