কবি যদি পরাজিত হয়
কবিতার কাছে
তবে তুমি বুঝবে নীলাঞ্জনা
কবি ও কবিতার শুদ্ধ উচ্চারণ
এখানে শুধুই তোমার ভালোবাসা
জীবন জয়ের গান।
কবি যখন তোমাকে আবিষ্কার করেছিল জীবনের শুভমুহুর্ত উপভোগে
কথা দিয়েছিলে থাকবে সুখে কিংবা দুখে;
সব ভুলে গেলে অভিমানী
দূরে সরিয়ে দিলে কি?
সব ভুলে যাওয়া যায় কি?
কবি ও কবিতার সম্মিলিত উচ্চারণে
তোমার দেয়া স্বপ্ন বুকে নিয়ে
লিখোছিল অবিনাশী কবিতা
যার স্বপ্নের সোপান
তুমিই কবিকে
দিয়েছিলে পরম ভালোবেসে
কবিও সেই স্বপ্ন এবং বিশ্বাসের পথে
এখনো জেগে থাকে রাতজাগা পাখির মতো।