তোমার অস্তিত্ব খুঁজে পরাজিত হল
কবি ও কবিতা,
পরাজিত হলে জয়ী হবে প্রেম প্রেমিক পুরুষ
প্রেমে পরাজয় বলে কিছু নেই।
কবিতার কোন পরাজয় নেই
নেই তোমারও পরাজয়!
হে দেবী হে মহারাণী,
অবিনাশী কবিতার প্রগাঢ়তা উপলব্ধি করে
কবি এখানে পরাজিত হয়েছিল।
ভয় নেই, প্রেমে পরাজিত হলে জয়ী হবে মানুষ, জয়ী হবে ভালোবাসা।
তুমি কোন উৎসব কর নিজেকে আবিস্কার কর নিজের প্রয়োজনে
সময় শেষ হয়নি এখনো তুমি জয়ী হও।।
তোমার অস্তিত্ব খুঁজে পরাজিত হলে জয়ী হবে কবিতা তুমি জয়ী হও হে অবিনাশী।
মানুষ স্বপ্ন দেখে তুমিও স্বপ্ন দেখিয়েছিলে সেই স্বপ্ন
কবিও অসীমের মতো নিবেদন করেছিল প্রেম!
প্রেম বড়ো অফুরন্ত যার শেষ বলে কিছু নেই;
অনন্তকাল অপেক্ষা করে জয়ী হল প্রেম
অপেক্ষা তবু্ও স্বপ্ন দেখায়
কবিতার মতো উচ্চারিত হয়ে।
যার অবস্থান আগের মতো তোমার কাছে হে দেবী হে মহারাণী!
তোমার কণ্ঠে মাধুরী মাখা সূর্যের মতো রাঙিয়ে দিয়েছো কবিতার প্রতিটি চয়ন শব্দ।
তুমিই বলেছিলেন ভালোবাসো পূজারী হও
অনন্য প্রকাশের মতো উচ্চারিত হয়ে দীপ্তি কণ্ঠে কবিতা প্রগাঢ়তা খুঁজে
ক্লান্ত হয়ে যায়নি কবি যে কবিতার উপমা খুঁজে পাইনি যা অন্যকোনো জায়গায়,
এখানে কেউ নেই তুমি ছাড়া হে প্রিয়তমা স্বপ্নময়ী মহারাণী।
আজ আর কোন অভিযোগ করবোনা তোমার দ্বারে!
তুমি জয়ী হও হে অবিনাশী হে প্রিয়তমা
স্বপ্ন এবং বিশ্বাস রেখো কবিতা প্রগাঢ়তা উপলব্ধি করে।
তুমি ভালো থেকো...




........................
থানা রোড,লালমনিরহাট
২৫.১২.২০২০