কোথায় তোমার হে শান্তি প্রকৃতি
হে দেবতাত্মা
শোনাও না কেন বাণী!
মানবের আত্ম চিৎকার কেন
পৌঁচ্ছেনা তোমার তরে
তুমি কি তবে ফিরিয়ে নিয়েছো চোখ?
আমাদের তরে হে প্রকৃতি
হে প্রকৃতি জননী।


তোমার সুন্দরে পূজায় নিমগ্ন মানুষ
জন্ম সৃষ্টি তরে
তবু কেন রুদ্রমূর্তি  দেখাও  
ফিরিয়ে নিওনা চোখটি তোমার
হে অন্তযামী
বিপদ থেকে উদ্ধার করো
এবার দেখা দাও মানবের লাগি।


তোমার পূজায় দেব
কতো আর বলিদান
বলে দেও হে প্রকৃতি মাতা,
হে জননী
মানুষের মুক্তি দাও
ভুলে যাও হে সব অভিমান।