এক.
যা চেয়েছি তা হয়তো পাইনি
তবুও চেয়েছি বারবার!
পা'থেকে মাথা অব্ধি কতো যে চিন্তা ;
আবার হয়তো চিন্তাই নেই।


দুই.
জীবন যুদ্ধে পরাজিত হলে
জয়ী  হবে কি জীবন!
এখানে পরাজয় বলে কিছু নেই;
জয়ী তুমি বিজয়ী তুমি
এই সংসারে
জয় করো নিজেকে
তোমার যা আছে
তবুও অপেক্ষা একটি স্বপ্নের
একটি জীবন জয়ের।


তিন.
অবিনাশী প্রেমে যেমন জয়ী মানুষ
স্বপ্ন এবং বাস্তবতার মাঝে
আসে প্রেম,
প্রেমিক কিংবা প্রেমিক রূপে-
অনবদ্য আয়োজনে
জয়ী তুমি, বিজয়ী তুমি
আর তোমারই সমাজ সংসার।