তোমাকে বলার কিছু নেই জলনুপুর
এই সমুদ্রের বালুতে ছুটে যাও পায়ে পরে নুপুর
রিমিঝিম শব্দের সমুদ্রের তালে দোল খায় শুভময় বার্তা
তুমি জয়ি হও অনন্ত বিশ্বাসে গহীনে জাগাও ফেলে আসা দিন শুভমিতার শুভ গানে
তুমি জয়ি হও আগামী সুখে আসুক শান্তি চিরনতুন সাজে।


তোমাকে বলার কিছু নেই জলনুপুর নীল শাড়িতে অপরূপা সেজে আজ এই শেষ বিকেলে এসেছো সমুদ্রস্নানে সাজাতে জীবন সুখ আর দুঃখে কর জয়।
তোমাকে কবিও দূর থেকে দেখে লিখে যায় গান কবিতা মনের মাধুরীমাখা উচ্ছ্বাসে কাব্যের চিরবসন্ত কবিও অনুভব করে চেতনা ফিরে পায় তারই প্রিয় কবিতায়।


তোমাকে বলার কিছু নেই জলনুপুর
তোমাকে বলার কিছু নেই।।