এখানে কেউ নেই
একাই যদি থাকে কবি ও কবিতা সবসময়
তবে তুমি এসেছিলে কেন সুনন্দিতা!
জীবন জয়ের গানে
যেদিন
সুর বেঁধেছিল কবি!


হাত ধরেছিল আবেগমাখা
দুজনার হাতে
রেখে হাত,
প্রথম প্রেমে জয় করে ভালোবেসে,
পরম করে পেতে
তুমি প্রেম; কবির কবিতা
অনন্ত পথে প্রথিক  
প্রথম দেখায়,
তুমি প্রথম স্বপ্ন দেখা ভালোবাসা
কবির স্বপ্নিল রাতে।


অনেকটা দিন একাএকা কাটিয়ে
একটা স্বপ্ন,
একটা বিশ্বাসে-
প্রগাঢ়তা অনুভূত হয়েছে
কবি ও কবিতার
হৃদয় কোনে!
হয়ে উঠিছিল প্রেমিক-প্রেমিকা
নারী-পুরুষ
কবির কবিতা।


যৌবনকে তুচ্ছ ভেবে
লুকিয়ে রেখেছিল যৌবন!
কামুকতা এসে ফিরে গিয়েছে
এই ভেবে কবি ব্যর্থ প্রেমিক;


যৌবিকতার জয়
এটা স্থায়িত্ব নয়
কোন ভালোবাসা;
শুধুই সময়কে
সুসময় ভেবে এ
খানে পরাজিত রক্তমাখা মাংস।


ভালোবাসা যদিও এখনো কাঁদায়;
প্রেমিক একা এখানে
কেউ নেই;
প্রেমিকা আছে
যদিও সংসারী
প্রেমিক শুধু বিবাগী কবি ও কবিতা।


এখানে কেউই নেই
থাকবার কথাও নয়
ছিলোইনা কখনো
রাস্তাধরা কোন সে জুটি প্রেমিক-
প্রেমিকা!
রোজ রাতে বিক্রি হয়
মাত্র কটা টাকায়
যার সময়ের চোখে
মস্ত বড়ো অপরাধী।!