আপন ভেবে আপন করি
আপন সেজন
দূরে গেলে কষ্ট পেলে বাড়ে জ্বালা
বুঝে না সে প্রিয়জন!!


তোমার জন্য
রাতকে করেছি দিন
আপনকে করেছি পর
জীবন জয়ের গানে এখন রইলেনা তুমি
করলে যে আমায় শুধুই পর!


দূরে গেলে কষ্ট দিলে
তুমি যে প্রিয়জনা
আমায় ফেলে যাচ্ছো কেন
বোঝোনা হে প্রিয়
তুমিই রূপাঞ্জনা!!


ডাকলে যেদিন সন্ধ্যা বেলায়
হাতে নিয়ে ফুলের মালা
মালাটা যে ছিল কাঁটা ভরা
গেঁধে দিল হৃদয় থেকে
করলে আমায় পর!!