(তোমাকে নিবেদন করি হে প্রিয়তম মহারাণী)


নিজের সাথে যুদ্ধ যুদ্ধ খেলা;
সুখ খুঁজে সুখ ছুঁয়ে দেখা,
জীবন জয়ের নেশায় মক্ত সমাজ কিংবা সংসার
তবুও অপেক্ষা অবিরাম সুখ কিংবা মহারাণীর;
এখানে মানুষ প্রকৃতি নষ্ট হয়ে যায়
ভালোবাসা থাকে কি তবুও
অবিরাম?
নদীতে নেমে
কাপড় না ভিজিয়ে কি স্নান করা যায়!
তবুও একটা রাজ্য চাই!
চাই তার মহারাণী!
তুমি কতটুকু সুখি হতে চাও বাপু;
চিরন্তরের গানে হয়তো থাকে
অবিনাশী গান
তবুও আশা-নিরাশা দোল খায়।
থেমে গেলে হেরে যায়
এগিয়ে যাওয়ার নাম জীবন
মানুষ বাঁচলে বাঁচে সংস্কৃতি
তুমি সুখ খুঁজে সুখ।
মানুষ যদি জয় না করে মানুষের প্রেম, মানবতা, শান্তি
তবে জয়ী হবে কি করে সংস্কৃতি?
মানুষ চাই মানুষ
যে মানুষ মানুষ হবে
শুধু মানুষের প্রয়োজনে।।