তবুও এগিয়ে যায় জীবন
এখানে আসে জয় কখনো বা পরাজয়, আনন্দ হাসি বেদনা
তবুও মানুষ স্বপ্ন দেখে;
নদীর মতো চলমান জীবনে বদলে যায় মানুষ সেও জীবনের নিয়মে
তুমি হয়তো বদলে গেছো মহারাণী
যে পথে থাকবে বলে বলেছিলে
আমি সেই পথের শেষ প্রান্তে অপক্ষায় আছি!
যদি আসো কোনদিন দেখবে
আমিই তোমার অপেক্ষায়
কবি যেমন কবিতার অপেক্ষায় থাকে চিরনতুন কাব্যে।