প্রিয় কবিবন্ধু ছন্দ্রশিলা ছন্দা'কে নিবেদিত



ভালোবাসা হয়তো এরকমভাবে জন্ম হয়
প্রগাঢ় বিশ্বাসে আঁকে রঙিন স্বপ্ন।
স্বপ্নের পথ ধরে হাঁটছি...
তুমি আমি আমরা সবাই;
জীবনেকে জয় করা সহজ বিষয়,
তাকে কী মানে সবাই
মানুষ স্বপ্নবান ও বাস্তবিক
কিন্তু কেন সবাই ভূলে যাই!
জীবনকে উপভোগ করাই জীবন্ত কাজ
উপভোগ-ই জীবন।
নদীর মত প্রবাহিত আমাদের জীবনবোধ,
নদীর মতো এই জীবনে কতটা বদলে যাই
সেও ভূলে যায় জীবন ও স্বপ্ন।
অনিন্দ্য সুন্দরের কাছে সুন্দরম পরাজিত হয়
ভালোলাগা,
         ভালোবাসা,
                  বিশ্বাস আর তোমাদের স্বপ্নগুলোকে
দেখো প্রিয়তমা স্বপ্নকে সত্যিই সাজাবো জীবন বাগানের মতো।
অনাবিল বিশ্বাস একটি আগামীর স্বপ্ন আনে-
- বিশ্বাসে জন্ম হয় নীলাম্বর কিংবা নীলাম্বরী ;
তুমিও থেকো সেই পথে যে পথে শেষে  অপেক্ষায় আছে তোমারি অরিন্দম।।