আমাদের যাপিত জীবনের গল্পের শেষ নেই
এখানে সুখ আছে, আছে দুঃখের নামাবলি
সব মিলিয়েই জীবন জানি;
মেঠোপথ ধরে ছুটে চলা কাদামাটি গায়ে মেখে সুখ অনুভব করা সেও একজনের জোটে।
আমাদের সংসার ছোট ছোট স্বপ্ন এসে ধরা দেয় এই যাপিত জীবনের গল্পে
এখানে প্রিয়তম পিতা যার ছায়ায় এখনো পথ চলি, প্রিয় মাতা যে এখনো আগলিয়ে রেখেছেন পরম সুখে তিনি আছেন বলেই আমরা জেগে থাকি সুখের স্বপ্নে ভাসি দিন থেকে রাত।
আমাদের বুকের ভেতরে যে স্বপ্ন রোপিত হয় তাও সেই মানুষগুলোর জন্য অবিনাশী মানব প্রেমে অবিরাম সংগ্রামে থেকে জয় করছি জীবন এবং জীবনের বাস্তবতা।
যাপিত জীবনের গল্পে কখনো কখনো সংগ্রামই সত্যি হয়ে জুড়েছিলে মুক্তির আনন্দে
স্বপ্ন যখন ধরা দিয়েছিল মানুষ হতে হ্যাঁ মানুষ হতে চাই মানুষ, সংগ্রামী মানুষ যে মুক্তির চির আনন্দে হাসিমুখে জয় করে পরম সত্যিকে, জয় জীবনকে
তবে সেই মানুষ চাই যার পদযাত্রী হতে আলোর মশাল হাতে এগিয়ে যায় সত্যে পথে,
সেই পথের যাত্রী হতে ছুটে গিয়েছে সেই মানুষ যার রক্তে বহমান সংগ্রাম।