(অধ্যাপক মমতাজউদদীন আহমদ স্যার
আপনার ১ম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি)


চোখ বন্ধ করি অনুভবে
আপনার অবস্থান
মনে হয় আপনি ঠিক আগের অবস্থানে আছেন
আমার হৃদয় জুড়ে, যা ছিলেন আপনি;
শিল্পকলা একাডেমির সবুজ ঘাসে
এখনো লেগে আছে আপনার পদচিহ্ন
সবুজ গালিচা তারাও
আপনার গুণকীর্তন করে
গান গায় জীবনকে উপভোগে।


থিয়েটার যে মানুষের চিরনতুনের মাধ্যম,
শ্রমজীবী থেকে প্রান্তিক জনগোষ্ঠীর
মুক্তির স্বদেশিকতা উপলব্ধি,
আমাদের প্রাণের চিত্রনাট্যকলা
বাঁচিয়ে রাখে প্রাণের স্পন্দন,
সেখানেও আপনি জুড়ে আছেন
নাটকের সংলাপে।


কবিতার প্রেমে কখনো কখনো আপনি কবিতার চিরসবুজ নায়ক হয়ে
জয় করলেন অমর কাব্যের নায়িকাকে।
অসাধারণ প্রেমে মিলিত হল কবি আর কবিতা,
এ যেন অনিন্দ্যসুন্দরে
আপনি জয়ী পাঠকপ্রেমে।


জীবনের নান্দনিকতায় কবিও
হতে পারে আপন প্রিয়স্বজন ;
আমরা উপলব্ধি করলাম
আপনারই প্রতিটি কাব্যে, সৃজন -।
মানুষের স্বাধিকার, অধিকার,
জীবনকে আপন করে লিখে গেলেন কালজয়ী লেখা
যার প্রয়োজন কোনদিনই শেষ হবার নয়
মননে মননশীলতায়।


আপনার পাঠদানে-
কি দারুণ ভাবে বুঝিয়ে দিলেন
শিক্ষার্থীদের,
বুললেন-
"সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই"।
মননে সৃজনে
মানুষ জয় করে পরম সত্যকে,
জয় করে অধিকার।
সংগ্রামের
ইতিহাস খুঁজে দেখো
সংগ্রামই সত্য
সংগ্রামই শক্তি
মুক্তির চিরআনন্দে
এখানেই জয়ী মানুষ এবং মানুষের সভ্যতা।


অধিকার বঞ্চিত এই বাংলার মানুষকে জাগাতে আপনিই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান' এর আহ্বানে সারা দিয়ে জড়িয়ে গেলেন রাজনীতিগত আদর্শে
তাঁর কথায় মেলে ধরলেন হাতে নিয়ে কলম
যুদ্ধে,
বাঙালির মুক্তির আনন্দ-স্বাদে অবিরাম চললো আপনার কলম
দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে ;
মুক্ত আমাদের হতেই হবে
ছিঁড়তে হবে শৃঙ্খল।


মুক্ত হলো বাংলা মা
মুক্ত হলো মানুষ।
নরপিশাচ পাকিস্তানিরা
পরাজিত হলে
আপনি ফিরে গেলেন আপনার প্রিয় শিক্ষালয়ে
নতুন স্বপ্নে বাধলেন জীবন
কিন্তু গোপনে লুকিয়ে থাকা হন্তারক
আমাদের বুকের ভেতর বসিয়ে দিল কৃষ্ণপক্ষ!
হত্যা করা হলো জাতির পিতাকে
অভিভাবক হারালো দেশ জনপথ আর আপনারাই চিরদুখি এই বাংলা মা।
কিন্তু আপনি ভেঙে পরলেন না
দমে গেলেননা;
আপনি
শুক্লা দ্বাদশীর চাঁদ হয়ে
ছড়িয়ে দিলেন জ্যোৎস্না
শিশিরবিন্দু ঝড়ে পড়লো !
মরা ঘাস
খুঁজে পেলো প্রশান্তি আর তাদের জীবন।
ঠিক সেইরকম মানুষ আপনার লেখায়
মন্ত্রের মতো মুগ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়লো হন্তারক চিরবিদায়ে।


আপনার প্রকৃতির নিয়মে চলে যাওয়া পরপারে
'না ফেরার দেশে'
আমাদের কষ্ট দেয়!
একটা শূণ্যতা অনুভব করি!
মাথা নত করে আজ আপনার
ছবির সামনে দাঁড়িয়ে
চোখ দিয়ে পড়ে যায়
টপটপ করে কফোঁটা জল;
শ্রদ্ধায় নতজানু হয়ে স্মরণ করি আর ভাবি যদি আপনি আবার ফিরে আসতেন
এই বাংলায় বাংলা মায়ের কোলে
প্রিয় স্যার।।


...........
সাপটানা সড়ক, বাহাদুর মোড়
লালমনিরহাট-৫৫০০
সকাল ১০.৩০
০২.০৬.২০২০