উৎসর্গ: প্রিয় কবি মোনালিসা চট্টোপাধ্যায়


একরাতে করবো শেষ
যদিও কবিতা পড়ার সময়
শেষ হয়নি কখনো
পাঠক মনে প্রেমের আকুতি
কখনো কখনো কবিতা ঈশ্বরের
বাণীর মতো উচ্চারিত হয় মনে-
কবি তুমি আমার কবিতার ঈশ্বর।
মঙ্গল আলোক হাতে
কবিতারা আসে
জাগাতে চেতনা
বিপ্লবে
সাম্যে।
তুমি কবি অনিন্দ্য প্রকাশে
আমি পাঠক!
গ্রহণ যদি করো দরজাটা খুলে
আমি আজ রাতেই
শেষ করবো তোমার অস্তিত্ব খুঁজে
যে কবিতার জন্মধারায়।