একটু এসো
শুনছো কি?
যদি রাখো আমার বুকের উপর তোমার মুখ,
দাও আলিঙ্গন, ক্লান্ত আমি বড়ই ক্লান্ত মন
একটু নেশা লাগাও, দাও মধু সুদা
যদি জেগে উঠে মন।


বসন্ত বাতাসে শরীরে আয়েশী খেলা
দোল খায় তোমার পিঠ জুড়ে খোলা চুল
এসো একটা চুম্বন এঁকে দেই
শরীরের ভাজে ভাজে যে শৈল্পিক ছোঁয়া
এযে খেলার নেশা  ভর করে মনে।


মেহেদি রাঙা হাতে লুকায়িত কামনায়
যদি ছুঁয়ে দাও আজ না হয় বেড়ে যাক রক্তের প্রগাঢ়তা নিঃস্বাসে আসুক প্রশান্তি,
চোখের পলক যেন না পড়ে শান্তিতে প্রশান্তিতে।


সবুজ কার্পেটে বিছিয়ে রেখেছি প্রাণচঞ্চলা মন
মরুময় বুকে প্রাণ ফিরে পাক সবুজময়তায়, প্রাণবন্ত হোক না শরীর তোমার লাজুক স্পর্শে লুটোপুটিতে জয়ী হউক আজ কাঙ্ক্ষিত ভালোবাসা।