তুমি সুন্দর
অনিন্দ্য প্রকাশে
কবি ও কবিতা
রাতজাগা প্রেমিক হয়ে
পূজারী তোমায় অর্ঘ নিবেদনে।


সুপূর্ণিমা রাতের অবগাহনে
ভিজে যায় মন
লুকায়িত কামনা ভর করে
এখানে কেউ স্বপ্ন দেখায়
কবিতার মতো দীপ্ত উচ্চারণে।


তুমি কবিতা অনিন্দ্য সুন্দরে
কবি নিংড়ানো ভালোবাসা
সুবাসিত গন্ধে
ফুল নয়
নয় কৃত্রিম আদিমতা
এখানে বিশ্বাস করে
স্বপ্নেই বীজ বপন করে কবি।


কবিতা আর কবি
এই দুইয়ে মিলে একটা বিশ্বাস
স্বপ্নের পথে এগিয়ে যায়
প্রেমপ্রীতি আর ভালোবাসার
ছুঁয়ে দেখার আনন্দ অনুভবে।


তুমি কবি আর কবিতা
মাঝে যে ব্যবধান
একটা কেবলই বুঝবে তুমি
অবিরাম শুভমুহুর্ত উপভোগে
যদি জয় করে থাক উপলব্ধি কর
কবি ও কবিতাকে।।