তুমি হেটে যাও মেঠোপথ ধরে দেখবে গ্রামের পর গ্রাম
সবুজ শ্যামল ঘেরা আমাদের গ্রাম
এই পথদিয়ে প্রতিদিন কৃষক হাটে হেটে যায় কৃষাণি
কাঁধে নিয়ে লাঙল
হাসিতে ভরে থাকে তাদের মুখ
যদি তুমি আসো প্রিয়তমা পায়ে হেটে
হয়তো কাদামাটি জল তোমায় স্পর্শ করবে
এখানে থাকে চিরসুখী মানুষজন
তারা নিজের ঘামে ফলায় ফসল
জোগায় আমার অন্য
মিশে দেখ এরাই খাটি মানুষ,
অহংকার নেই, নেই কারো বিরুদ্ধে অনুযোগ অভিযোগ।
তুমি যদি আসো গ্রামে পথ ধরে কাদামাটি জল মারিয়ে
ভয় নেই বা ভয় পাবার কারণ আছে বলে এই সহজ সরল মানুষ।
কেন মিছে অহংকার করে ফিরে আসবেনা তোমার আসল ঠিকানায়?
ফিরে এসো প্রিয়তমা গ্রামীণ সভ্যতায়।