কে তুমি অবিনাশী
নিয়ে গেলে কালো রাত বৃন্দাবন ভেবে লুকিয়ে যায় চাঁদ
তুমিও অতিথি লোক দেখানো
ভাবছো এভাবেই চলে যাবে সব দিন?
মিছে চেষ্টা তবুও ছলনায় বিমোহিত অকস্মাৎ
এখানে সুখ দুঃখ আনন্দ বেদনা এই নিয়েই চলে গেলো স্বপ্ন এবং বাস্তবতা
তুমি জয়ী হও হে অবিনাশী।
কারণে আতিথ্য দীর্ঘায়িত অপেক্ষা
অক্ষম আক্রোশে পরিবর্তিত হয়ে যায় বিবেগ চিরচেনা এই মানুষ একটা স্বপ্ন একটা স্বপ্নময় প্রেম
যদিও মাঝেমধ্যে তোমার আগমনে আকাশসম স্বপ্ন এসেছিল বিবাগী রূপে, স্বপ্নের পথে এগিয়ে যায় মন সাহসী মানুষ।
তুমি অভিমানী মুখ লুকিয়ে থাক নিদারুণ কষ্ট ভুলে
একজন প্রেমিক পুরুষ কবি সেজে কবিতার শুদ্ধ উচ্চারণে সম্রাটের পতন দেখেছিল
রাজা রাণী আগমণবার্তা ঘোষিত ফলাফলে চমকে উঠে জ্যোৎস্নার প্লাবন দেখে
এই জ্যোৎস্নায় কাউকেই আছে আসতে দেখতে পায়নি।