শেষ রাতের সাহসী স্বপ্নের মতো আমিও লিখবো অবিনাশী কবিতা, যার প্রতিটি লাইন জুড়ে থাকবে মানবতার জয়গান, ক্ষুধা দারিদ্রহীন সমাজ গঠনে আত্মনিয়োগ করেবে দেশ, প্রান্তিক মানুষগুলো আর অধিকারহীন থাকবেনা, বৈষম্য মুক্ত থাকবে প্রতিটি স্তর।
অবিনাশী প্রেমে জয়ী হয়ে কবিও মিলিয়ে যাবে মূল সমাজে জয় হবে প্রাণ স্পন্দন সাম্যের চির আনন্দ উপভোগে এগিয়ে যাবে তুমি আমি আমরা সবাই সম্মিলিত উচ্চারণে জয় হবে মানুষ আর মানবতা।
কবিতার প্রগাঢ়তা খুঁজে ক্লান্ত হবেনা প্রেমিকা, পূর্ণিমার আলোয় ভিজে উপলব্ধি করবে প্রেম, শ্বাশত শান্তির মিছিলে সামিল হয়ে জয় কবরে সমস্ত, কবিতার মতো উচ্চারিত হবে রাজপথ জয় করতে মানুষ আর মানবতার।