অনন্ত তুমি
তুমিই অবিনাশী
স্বপ্ন আর স্বপ্নিল পথে
এখানে তুমিই কবির
ভালোলাগা।


যে ভালোলাগার মধ্যে
জয়ী হয় কবিতা
সৃজনে মননে
সুপ্ত ভালোবাসা প্রেমের সুমহান বাণী
প্রান্তিক জনসাধারণের স্বপ্নময় পথে
কবিতা বিছিয়ে দেয় ফুল প্রশান্তিতে।


ভালোবাসলে ভালোবাসো পিছিয়ে যে পরেছে তাকে;
যে প্রান্তিক মানুষ, কৃষক ক
যারা সংগ্রাম কোরে এগিয়ে নিয়ে যায়
দেশ, জোগায় অন্ন।


কবিতার প্রেমময় সুধায় লাগুক সুখময় বাতাস
জয়ী করুক
ঠিক যে প্রান্তিক মানুষের স্বপ্নের মতো;
যেখানে তুমি প্রেমিকা হয়ে আসো
রাতে পূণ্যবান মাধুরীতে।


লুকিয়েছে প্রেম কবিতার প্রেমে
কবিও তারুণ্যের প্রেমিক হয়ে জয় করুক ক্ষুধা দারিদ্র্যকে, জয় করুক মানুষ স্বপ্ন আর প্রিয়তম মানুষকে।



---------♥√
সম্পাদনা
দীপক মণ্ডল এর বাড়ি
থানা রোড, লালমনিরহাট।
২৬.১০.২০২০