তোমাকে ছুঁয়ে দেই
অনন্ত বিশ্বাসে;
একটা স্বপ্ন আঁকি-
একদিন আমিও জয়ী হব
পূর্ণিমার প্রগাঢ়তা খুঁজে
পাইনি আলো
দেখা দেয়নি সুপূর্ণিমা,
অবগাহন করি অমাবস্যার অন্ধকারে।


মানুষ ছুটে পালিয়ে যায়
প্রেমিকা রূপেই জলপূর্ণ
মঙ্গলঘট প্রতিষ্ঠা করে
প্রেমিকের সঙ্গে
আমি প্রেমিক পুরুষ সেজে
সূর্যটাকে আঁকড়ে ধরি
প্রভাত সূর্য ডাকে
আনন্দিত উদ্ভাসিত মুখে
তোমাকে আবিস্কার করি
প্রখর রোদে পুড়ে।


জয়ী হবো জয়ার মতো করে
প্রেমে পরাজিত হলে জয়ী হবে জয়া!
আমি প্রেম খুঁজে পাইনি
প্রেমিক হতে
অবিরাম শুভমুহুর্ত উপভোগের
আনন্দ আয়োজনে
কবিতাকেই ভালোবাসি।


সমুদ্র স্নানে প্রশান্তি খুঁজে
আমি পাহাড়ের গায়ে হাত রেখে
জল আর পাহাড় ডিঙিয়ে
নারীর স্বাধীনতার পক্ষে
থাকতে পছন্দ করি
ঝর্নার জল ছুয়ে দেখার
অনবদ্য ইচ্ছা যদিও এখনো
জাগিয়ে রাখে
কবি আর কবিতার মতো।


------ ------


সমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতাল
তেজগাঁও, ঢাকা।
১০.১১.২০২০