(সাংস্কৃতিকজন জান্নাতুল  ফেরদৌস রিপাকে নিবেদন)


সেদিন ভোরে,
বুকের গভীরে
জমে থাকা নীল বেদনা
এই রাত জাগা পাখি
লোকালয় ছেড়ে মেলে ছিল পাখা
তোমার শহরে
খুঁজে তোমার ঠিকানা।


কষ্ট কোন রঙ হৃদয়ে মেখে
রাত এসেছিল
প্রগাঢ়তা খুঁজে ক্লান্ত তোমার শহরে
নিদারুণ নিরাগ্রহ মানুষের প্রেমে
মানবতার শৃঙ্খল ভেঙ্গে ছুটে পালিয়ে যায় প্রেমিক
জয় করে প্রেম পরম সুখে দুখে।


অবিনাশী প্রেমে যেমন জয়ী হয় মানুষ
নীল বেদনা নিয়েই ফিরে যদি তোমাকে ডাকে
ছুঁয়ে মুখমণ্ডল
বরফখণ্ডে নয়
প্রগাঢ় অনুভূতি
রক্তের স্পন্দনে
জয়ী হবে প্রেম, প্রেমিক পুরুষ কবি ও কবিতা।


অনন্ত পথ অতিক্রম করে
যদি ছুঁয়ে দাও হাত
চিবুকের আলতো ছুঁয়ে দেয় বিশ্বাস
স্বপ্নের সারথি হতে।


কি আশা নিরাশার দোলায় কখনো কখনো
একাকিত্বে তুমি এসে জয় করো প্রেম
পিয়াস মেটায় তৃষ্ণায়।