পরাজয় মেনে
জয়ী হওয়ার মাঝে একটা সার্থকতা থাকতে পারে।
এখানে পরাজয় বলে কিছু থাকে বলে মনে হয় কি কখনো?
জয়ীরাই লিখে ইতিহাস
পরাজিতরা পচে গলে নষ্ট,
গন্ধ হতে থাকে ক্রমাগত।
জয়ীরা হাসে।
সংগ্রামে জীবনকে হত্যা করে মানুষ!
আফ্রিকায় যে শিশুর জন্ম হয় তাকে বরণ করে সাম্রাজ্য।
জন্মের শুভক্ষণে
আলিঙ্গন করে অনাহার অনাদরণীয় বুকের ভেতরে বসিয়ে রাখে কালো থাবা
যেন নষ্ট জন্ম
নষ্ট মানুষ;
এশিয়ার বিপ্লবী এখন ঘুমায়
সকাল হলেও ঘুম যেন ছাড়তে চায়না
গতরাতে বিক্রি করেছে বিবেক
এখন জেগে কি হবে?
মুখোশ লাগিয়ে সামনে দেখে মানবতা
চোখে হলদে ফুল
কাল রাতে বিক্রি করেছে আসল চোখটাই
এখন অন্ধ না হয়েও অন্ধভাব!
জন্ম কি নষ্ট হতে পারে?
নাকি জন্ম যাদের আজন্ম পাপ তারা কি আয়োজন করে জন্ম উৎসব?
মানুষ পরাজিত হলে পচে যায় দেশ সমাজ ও সমাজ সংসার।
বিবেক পচে গেলে পচে সব;
পচে যায় জগতটাই। এখানে পরাজিত হলে ইতিহাসে খুঁজে পায় নর্দমা!
মুক্তির জন্য চাই আলো
আলোকময় মানুষ
রুখে দাঁড়ায় অন্ধকারাবৃত ছিঁড়ে এখানে বেড়িয়ে পরে মানুষ
সাম্যের চিরআনন্দে
গেয়ে উঠে গান
জয়ী মানুষ
পরাজয় নেই যে কোন অভিধানে।।