না দুঃখ পাইনি আর কাঁদতেও আসিনি
তোমার মত হন্তারকের কাছে,
কি ভেবেছিলে
আমরা শুধুই হাত পেতে সাহায্য চাইবো?
তোমরাই হন্তারক!
আমার পিতাকে হত্যা করে চিরঅন্ধকারে রেখে দিতে চেয়েছিলে।
আমাদের তারুণ্যকে অমাবস্যার কালো অন্ধকার বানিয়ে বুকের উপরে বসিয়ে
সারাজীবন অন্ধত্ব  করে রেখে দেবে?
এটাই ছিল তোমাদের ভূল! মস্ত বড় ভূল।
আমরা পিছিয়ে যাবনা।
আমাদের রক্তে আছে শেখ মুজিবের রক্ত, শিরায় উপশিরায় প্রবাহিত হয় এখনো।
এই দেখ বীব সেনানী মুক্তি পাগল মানুষ -
কৃষক শ্রমিক যারা মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষায় থেকে পিতার হত্যার বিচার দেখেছিল, প্রান্তিক জনগোষ্ঠী রাজপথে রক্ত ঢেলে দিয়ে দাবী বাস্তবায়ন দেখেছিল। আমরা তাদের সন্তান
যে পিতামাতা একাত্তরে অস্ত্র হাতে পাক-হানাদার বাহিনীকে পরাজিত করতে গিয়ে আত্মাহুতি দিয়েছে।
আজ  কাঁদতে আসিনি; তবে তোমাদের মুখোশ উন্মোচন করে তবেই ফিরে যাব ঘরে মায়ের কাছে পিতার স্নেহের কাছে।
আমরা বিপ্লবী বিপ্লবেই জন্ম আমাদের।