সেই তুমি কাজলরেখা
হঠাৎ তোমার সাথে দেখা
এ যেন মেঘ না চাইতে জল!
জীবনের কোন শুভমুহুর্ত আশান্বিত করে
মন হয়ে যায় আনন্দিত।
চিত্তে বাঁজে নতুন গান।
গান আসে প্রাণে তোমারি গানে;
জীবন জয় করি পরম সুখে
এখান কবির কবিতায় তুমি সেই কাজলরেখা!
বিশ্বাসে আনো শুভময় রাত
        বৃষ্টিস্নাত বিকেল আর
শুভ সকাল।
মানুষ স্বপ্ন দেখে আর
সেই স্বপ্নের হাত ধরে হেঁটে চলে
স্বপ্নের ঠিকানায়...
স্বপ্ন এবং মানুষ দুজনই সৃজনশীল,
     সৃষ্টিতে খোঁজে তারুণ্য-
বাঁধে ভালোলাগার ভালোবাসায়
সেই পথে তোমাকে দেখে
আনন্দিত হয়ে লিখে কবি তাঁর কবিতা।
নতুন কবিতা,
হ্যাঁ তুমি সেই নায়িকা কবির শ্রেষ্ঠ কবিতায় কাজলরেখা।।


শিবচর, মাদারীপুর
প্রকাশের সময়:২৮/০৫/২০১৮, রাত ০৮:৩৭ মি: