তুমিই কবির কবিতায় সুর দিয়েছিলে হয়ে ছিলো অসাধারণ গান,
সে গান আজ প্রান্তিক মানুষের মুখেমুখে
তোমারি সুরে তারাও গান গায় আপনকে জয়ে।
দেশমাতৃকা কখনো কখনো দুঃখ হয়ে আসে কবিই তোমাকে আশান্বিত করে কবিতায়,
গানে আর
প্রাণের ব্যাকুলতা বুঝেই কবি তোমাকে ডেকে উঠে
চির লাবণ্যে।
আজ কেন তুমি জয়ের পথে কাঁটা দেখলে?
ভয় পাও সেও জানতে চায় কবি ও কবিতা।