তবুও তো ছুটছি
এ যে অনন্তকাল ছুটে বেড়ানো;
মানুষ পরাজিত হলে
জয় কি হবে তোমার?
জন্ম আর মৃত্যু নিয়ে এই সংগ্রামে
অপেক্ষা তবুও একটু সময়ের।
মাঝে নদী ওপারে মানুষ
এই নিয়েই চলছে যুদ্ধ যুদ্ধ খেলা।


মানুষ যদি জয় করে তোমার সব
আদিকাল হতে
তুমিই নিমন্ত্রণ করে আহ্বান করেছিলে
জন্ম সৃষ্টির অনাদিকালে
তুমিই আপন করে করেছিলে আত্মজীবন
যেখানে পরাজয় বলে কিছু নেই।


জয় কর হে
তোমাকে পাবার ব্যাকুলতায়,
কৃপা করো! তোমার বাণীতে
অমরতা চায়নি মানুষ;
যদি শেষ কর তোমারই আপন সৃষ্টিকে
তবে কেন জন্মের উৎসবে
কেনইবা করেছিল এই মহা আয়োজন!


জন্ম যদি দিয়েই থাকো
সৃষ্টির এই জগতটাতে
তবে বাড়িও না এই মৃত্যু মিছিল
আর যেন লম্বা না হয় এই লাইন
বাঁচিয়ে রাখো তোমার আত্মজ
এই পৃথিবীকে
আপন থেকে আত্মার আত্মপক্ষকে
স্বজন ভেবে তুমি কৃপা করো।।