সবাই চলে গেলেও শুধু রইলে তুমি একা
এখানে কেউ নেই
শুধু তুমি ছাড়া!
তুমি রইলে কার অপেক্ষায়
যে তোমাকে অপেক্ষায় রেখেছিল।
তুমিতো দেবী সাম্যের গানে জাগাও বিবেগ মানুষের চির কল্যাণে-
তোমার উপস্থিত আশা জাগায় প্রাণের স্পন্দনে।
অপেক্ষা তোমার সেও চিরতারুণ্যে মুক্তির চির আনন্দে জয়ী হতে চায়
মানুষের মতো করে
তুমি অবিনাশী কবিতা বিপ্লবী সাহসী মানুষ
তোমারই ভীষণ দরকার এই মুহূর্তে
যে পথিক পথ চলা ভুলে গিয়েছিল তার জন্য তোমার প্রানবন্ত উপস্থিত তাকেও স্বপ্ন দেখায়।