এখানে কেউ নেই
থাকবে কেন! ওরা যে অন্ধকার চায়
অন্ধকারে ওরা সুখি ভাবে
অন্ধকারে লুকায়িত ওদের সুখ
গুণী মানুষ ওদের চাইনা
চাল নুন ডাল
বাড়ুক সব দাম
বাড়াইতো আমরাই
এই অন্ধকারে।
দিলবদলের গানে তুমি নেই সুনন্দিতা
স্বপ্ন এখন স্বপ্নে নেই অনাগত দুঃস্বপ্নে-
অরিন্দম থাকবে অবিরত এ পথে
সে আছে তাকে যে থাকতেই হবে
স্বপ্নময়ী সত্যে এবং সুন্দরের সাথে
যদিও সে একা নয়
সাথে নিশ্চয়ই আছে কিছু স্বপ্নময়ী আপনজন।।