তোর চোখের দিকে তাকালে-
কবিও পরাজিত হয়
কাব্য, গানে
নিজেকে বড় আপন মনে হয়,
ভালোবাসা জেগে উঠে, মনে ও প্রাণে।


তোর চোখের দিকে তাকালে
আমি যেন রোমাঞ্চকর কিছু একটা
অনুভব করি
যেমন ঘাসের সাথে শিশির,
কুয়াশার বৃষ্টি হলে প্রশান্তির বদলে
ছুঁয়ে দেয় অশান্তি;
এটা নিশ্চয়ই চাইবেনা
প্রেমিক কিংবা প্রেমিকা!
তোর চোখতো নীলাঞ্জনা
আমার মনের কথা বলে।


চোখতো নয় এ যেন সমুদ্রে
যার জলে আছে প্রেম ও বিপ্লব
যার আগুন জ্বালা
প্রশান্তি বদলে পুরিয়ে দেয়
সমস্ত অনাচার।


মেঘের সাথে আকাশ আর
রাতের সাথে চাঁদ
তোর চোখে কি আছেরে নীলাঞ্জনা?
কবি কেন জানি পরাজিত হয়ে যায়
কবিতা গানে আর সুরের মূর্ছনায়।


তোর চোখে কি আছে
সমুদ্র নাকি চাঁদ
বলনা সখি নীলাঞ্জনা।


.......................