কি বদলে গেলো সময়, তুমিও কি বদলে গেলে যদিও সবাই বদলে যেতে চায়না, সবাই বদলে গেলে চলবে কি করে।


তুমিতো এরকম ছিলেনা, কি দারুণ তোমার উপস্থিতি ছিল প্রাণবন্ত অনিন্দ্যসুন্দরে! তবে কেন বদলে গেলে তুমিও; স্বপ্ন দেখিয়েছিলে দিনবদলের শুনিয়েছিলে গান জাগানিয়া।


ভুলে সব তোমার দেয়া প্রতিশ্রুতি আর ভালোবাসা, কিন্তু তোমার প্রেমিক পুরুষ এখনো আছে আগের মতোই যা প্রথম দেখায় দেখেছিলে তুমি, অনন্ত পথে অপেক্ষায় এখনো তোমারই পথ চেয়ে।


কবি ও কবিতার উচ্চারিত সত্যের মতো তোমার জয়গানে গেয়েছিল শ্বাশত শান্তির বাণী মন্ত্রের মতো, বলেছিল ভালোবাসো মুগ্ধতায় জড়িয়ে, তুমি বদলে গেলে পরাজিত হবে সব।