স্বপ্ন আঁকে মন
তবুও স্বপ্ন আসে শেষরাতে,
স্বপ্নে প্রগাঢ়তা বিশ্বাসের বাতাসে,
আসে নীলাঞ্জনা
ভালোবাসার হাতে ঝরে পরে
শরীর দিয়ে নোনাজল
কবি হয়ে উঠে আনন্দিত।


শুভমুহুর্ত কখন যে জীবন আর
জীবন জয়ের গানে আপন হৃদয়রঙে
রাঙায় কবির কবিতা চয়নে
হেসে উঠে নীলাঞ্জনা
পরিতৃপ্তি হাসিতে।


আবেগে জড়ানো ছুঁয়ে দেয়
একটু একটু করে
কবিতার শরীরের ভাজে ভাজে
আজ সেজে নীলাঞ্জনা
তৃপ্তিসাধক মনে।


অবিনাশী প্রেম জাগিয়ে তৃপ্ত উচ্চারণ
আজ কবি ও কবিতা মিশে যায়
একটি স্রোতে,
আর নিগুঢ় রাতে সুপূর্ণিমা ঢেলে দেয়
জ্যোৎস্নার প্লাবন।



..............
সম্পাদনা
১৬.০৭.২০২০