কবি আজ সকাল দেখে
অনেক কাজের মাঝে এটি তাঁর
প্রতিদিনের কাজ
সকালটা সত্যিই অসাধারণ!
কবি মানষপটে আঁকে সুনন্দিতাকে;
আজকাল কবি ব্যস্ত কবি ও কবিতায়
বিলাসী আহবানে কবি গান গায় গুনগুনিয়ে
এইতো সুনন্দিতা
বসন্ত বাতাসে ফিরে পায় বাসন্তিকা
মনে লাগে রঙ ঠিক যেন সবুজ ঘাসের মতোই
চৈত্রের খরতাপে পুড়ে গেলেও আবার জেগে উঠে আপন মহিমাময়।
হাসে কবি ভালোবাসায় নাকি বিরহ থাকতে হয় প্রগাঢ় ভালোবাসা সেখানেই লুকিয়ে থাকে অনন্তকাল।
বাসন্তিকা রাতে প্রেমিকবেশে কবিই আঁকেন ছবি -
কবিতায়
       কাব্যে
          শিল্পে
                 আর
জীবন জয়ের গানে।