অন্ধকার করে আছো এখানে কে
রোদ বৃষ্টি ঝড়ে কখনো আলো আসে
আসে কিশোরীর প্রেম অস্বীকার না করে যুবক সেজে একজন কবি আর তার কবিতা।


অন্ধকার মাঝে মাঝে খুব সুন্দর হয়
অন্ধকারে চাঁদের আলোয় দেখা প্রেমিকার মুখ সেও কবির অবিনাশী কবিতার মতো।


এখানে কেউ নেই কারও দরকার নেই
কারোই নেই প্রয়োজন
এখানে অন্ধকার করে রেখেছে একজন প্রেমিকা যার হয়তো বেশি প্রয়োজন অন্ধকার।


কবিতার প্রগাঢ়তা খুঁজে দেখো হে কিশোরী
তোমার আলোয় জাগাও প্রেম কবি না হয় প্রেমিক বেশে জয় করুক তোমার সমস্ত।


অন্ধকার মাঝে মাঝে খুব সুন্দর হয় যদিও তোমার আলোর কাছে অন্ধকার গৌণ;
আলো আধারের খেলা
জয়ী তুমি আর একজন কবি আর তার কবিতা।