কবিতার রাজ্যে তুমিই মহারাণী
এখানে কবি তোমারই পূজারী!
কবির লিখে দেয়া কবিতার প্রতিটি ভাজে
অবিশ্বাস্য উপমা
নিঃশব্দে কাঁদতে চাইলেও ধৈর্যসহকারে কোন কিছু বুঝে উঠবার আগেই
হত্যা করে আজন্ম বিপ্লবীকে একজন প্রেমিক পুরুষকে।।


কবিতার মতো উচ্চারিত সুনিপুণ কাব্য তুমিই মহারাণী সৃজনে মননে আর অবিনাশী প্রেমে যেমন জয়ী হয় কবি ও কবিতা।


যখন অন্ধকারে মিলিয়ে যেতে কবি তোমার কাছে আলো চাইলো,
বলেছিলে তুমি কবিতার রাখবে কথা;
দেবে আলো দ্বাদশীর চাঁদ হয়ে
অমাবস্যার অন্ধকারকে মিলিয়ে দিলে।


পরাজিত হবার আশংকা থাকে
বিরহী বাতাস স্পর্শ করে কবিতা রক্তরাঙা প্রভাতে
রবির দীপ্ত কিরণের মতো
আলোকিত মানুষ হতে চাইলো কবি
তুমি তখন ছুয়ে দিলে বিশ্বাস।


কবিতা এখন বিরহী
কবির কলমে গুরুত্বহীন
অভিমানী হলে জয়ী হবে না প্রেম কিংবা প্রেমিক
তখন পরাজিত হবে সব্বাই;
কবিতা বিরহী হলে জয়ী হবে না কবি কবিতা আর কবিতার রাজ্যের কোন মহারাণী।।