নদীর মতো শরীর আর
জীবন নদীর মতো।
নদীর মতো চলমান জীবনে
কতটা বদলে যায় জীবন
বদলে যাও তুমি?


শরীরে শরীর লাগে
লাগে আগুন
এখানে পুড়ে যাও তুমি আর
আমি সেই কবে থেকে
অঙ্গার হয়েই আছি।


স্পর্শে আগুন জ্বলে পুড়ে যায় মন
এখানে তুমিও পরাজিত আর
আমি সেই কবে পুড়েছি শুধুই
তোমার তোমার আগুনে।


কাছে এসোনা প্রিয়
তোমার স্পর্শে যে আগুন জ্বলে
আমি পুড়ে গেছি তোমার আগুনে
সেই প্রথম দেখায়।