ভালোবাসা সেও তার জন্য,
অবিনাশী প্রেমে
অবিরাম সুখময় বাতাস,
অবিরামভাবে স্বপ্নে যে তুমি এসেছিলে
নীলাঞ্জনা।


সেও সুবন্দোবস্ত করে দিলে
সোনালী সকাল,
রোদেলা দুপুর,
আগুন লাগা মনে
বিরহী নয়
এখানে পরাভূত কবি প্রেম আর
প্রেমিকাময় কবিতায়।


ভালোবাসা
অনিবার্য বসন্ত  
বাতাসে আবির রাঙা ফুলের সৌরভে
স্বপ্নবিলাসী একবন্ধন মিলনমেলার
এখানেও পরাজিত হয় দুঃখ
জয় করে পরম প্রিয়জনা আর
প্রেমিকা নীলাঞ্জনা।


তুমি সেই পথে এসে দেখ
বিশ্বাসী মনে আসুক ফাগুন বাতাস,
একটা স্বপ্নইতো
নিশ্চয়ই আসবে
এই বটগাছ তার পাতার ফাঁকেফাঁকে।


যেখানে মিলেমিশে একাকার সুখ আর
প্রগাঢ় বিশ্বাস,
যে অপেক্ষায় ছিল কবি
তোমার জন্য লেখা কবিতায়
প্রেম আর প্রেমময় কবিতা জুড়ে থাকা
যেখানে দুঃখ বলে কিছু থাকবার নয়।


দিনের শেষে সব শেষ হয় গেলো
সেটিও আর কেউ বলেনা-
"ভালোবাসায় দুঃখকে আপন করে নিতে হয়"
বলবেনা আর কেউ এমন ভাবে;
ভালোবাসা
অবিনাশী চাওয়া
বিশ্বাসের কুঁড়েঘর হলেও
জ্যোৎস্নার আলো
এসে ভরিয়ে দেয়-
কবি আর তার প্রিয়তমা
প্রেমিকাই কবিতা।


.............
সাপটানা সড়ক,
বাহাদুর মোড়
লালমনিরহাট।
৩১.০৫.২০২০