তুমি কতদিন অপেক্ষায় রইলে কবি
কতগুলো সে সময়
অবিনাশী প্রেমে থাকতে হয় অনন্তকাল অপেক্ষায়;
অপেক্ষা স্বপ্ন দেখায়।
পূর্ণিমা আলোকময় রাতে সেও অপেক্ষায় ছিল কবিতার, কাব্যের চিরন্তন সাজে।
কবি তুমি অপেক্ষায় থাকো চিরনতুনের গানে
সাম্যের পথে জাগাও প্রান্তিক জনগোষ্ঠী
সোনালী রোদে ভাসুক এই প্রান্তিক জনপদ
তোমার কাব্য মোহিত হয়ে তারাও দিনবদলের গান গাইবে-
সাম্যের পথে এগিয়ে যাবে তাদের পিছিয়ে পড়া সমাজ।
কবি আজ লিখো তোমার শ্রেষ্ঠ কবিতা
মুখোরিত হয়ে উঠবে চারদিক
কৃষাণিও গাইবে গান দিনবদলের আর থাকবেনা সমাজে কোন বৈষম্য
আনন্দ হাসি গানে দিগন্ত ছুঁয়ে  যাবে তখনই স্বার্থক হবে তোমারি লেখা প্রিয় কবিতা।
কবি এখনই সময় লিখে ফেল শ্রেষ্ঠ কবিতা মানুষের জন্য চির শান্তির জন্য আর পিছিয়ে পড়া এই সমাজের জন্য লিখো কবি সময় যে বয়ে যায় কবি-...।
তোমার প্রেমে আজ প্রেমিকা হয়ে উঠেছিল দিনের প্রথম সূর্য
কবিতার প্রেমে আজ সূর্য হয়ে উঠেছিল মস্তবড় প্রেমিকা;
তুমি কতদিন অপেক্ষায় রইবে কবি?
অবিনশ্বর কাব্যিক ছন্দে লিখে যাও কবিতা শান্তি সে আসবে-
এই সমাজসংসারে।