কবিতাই কবির প্রেম ভালোবাসা আর জীবন জয়ের স্বপ্ন, সেখানেই আত্মসূচি নিবারণ করে।
অমিতের প্রেমে লাবণ্য
এখানে সৃষ্টি হয় 'শেষের কবিতা'
কবিতার নতুন কোন কাব্যমালঞ্চ খুঁজে দেখে রাতের প্রগাঢ়তা!


তারার মিতালী কুয়াশার বৃষ্টিতে পা ফেলে ছুটে গ্রাম-শহর, মাঠ,
পড়ে থাকা পতিত ফসলি জমি
আগাছারা নিয়েছে দখল।
তোমার কোন রঙ নেই কবিতা;
কবিই তোমার প্রথম পূজারী।


প্রেমে অসীম,
বিশ্বাসে স্বপ্ন চেতনায় জাগ্রত-
'কবিতা ও কবিতা'
আবার কখনো কখনো প্রেমিকা, কখনো প্রেমিক বেসে
কবিতাই স্পর্শে রাখো কবিকে;
মাধুরীমাখা অনুভূতি নিয়ে মিলিত উচ্চারণ-
দুটি শব্দ
কবি ও কবিতা।


কবি জয় করে পরম সত্যেকে
লিখে যায় কবিতার জয় গান!
কবি মানুষ চির নতুনের গানে!


কবিতা শোষকের বিরুদ্ধে প্রতিবাদী শুদ্ধ উচ্চারণ,
কবি আর কবিতা
প্রেমময়ী জগতজয়ী !


কবি আজ পথিক
হেটে যায় অনন্তপথ
কবিতা বিছিয়ে রাখে ভোরের শিউলী ফুল!
জয় হউক' বলে ওঠে প্রান্তিক কোন মানুষ
জয় হউক কবি ও কবিতার।