কখনো কখনো মনে হয় লোকালয় থেকে চলে যাবো অনেক দূরে
যেখানে থাকবে না তুমি
থাকবে না কোন আপনজন!
এই আমি চলে যাবো শহর থেকে অচেনা গ্রামে.....
আমায় কেউ চিনবেনা আর আপন বলে থাকবে না প্রিয়জন।
চলে যাবো অনেক দূরে তোমার কাছ থেকে আমার আপনজনের কাছ থেকে!
আজকাল আমি আমাতে নেই
নেই আপন ভূবনে
এখানে আছে একা বড় একা:
এখন আর পূর্ণিমা দেখি না
দেখতে চাই না তাঁর রূপ
পূর্ণিমা আমায় আলোকিত করে না!
আজকাল আমার বৃষ্টিজলে ভিজতে ইচ্ছে করে না
যখন তোমার শরীর ভিজিয়ে ছিলাম বৃষ্টিজলে তখনতো আমার জল হতে ইচ্ছে করে ছিল কিন্তু এখন ......।
তুমিতো বলেছিলে আমাকে: