আজ আমি কোথাও যাইনি
কোন বসন্ত বাতাশ আমায় স্পর্শ করেনি
অন্ধকার ঘরে কাটিয়েছি অনেকটা সময়
দূর থেকে তোমার গন্ধ পাই
আমি দুঃখ ভুলি অতিতকে পেছনে ফেলে
তুমি ভয় পাও কুয়াশার কালো ভ্রমরের
আমারও ভয় তোমাকে নিয়ে
বিশ্বাসে শুভময় অনুভূতিতে
আজ কেন বৃষ্টি হচ্ছে এই মধ্য রাতে?
কেন আকাশ কাঁদছে?
তাই বলে কি  বৃষ্টি হচ্ছে আকাশ কাঁদছে অরিরত!
বসন্ত এলেও মনে যে বসন্ত নেই;
অনুভূতিতে মরিচিকা ধরেছে
তাই আর এখন আর স্বপ্ন দেখিনা
স্বপ্নরা রাঙায়না কোন নতুনের আবরণে।