নীলাঞ্জনা আসবে বলে কতো যে রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছি তার হিসেব আজ ভাবতে গেলে নিজেকে বড়োই অসহায় মনে হয়;
নীলাঞ্জনা আসেনি
ডাকেনি শুভময় কোন মুহূর্তে।


সবকিছু সবার হবে এটাও একধরণের প্রতারণা যা বুঝতে গিয়ে অসহায় পিতা-মাতাকে শুধুই কষ্ট দিয়েছি।


ভালোবাসা নেই বলে অরিন্দমকে নিজের সাথে রেখে কবির কবিতায় নায়ক বানিয়ে কাঁশফুলের সৌরভ গায়ে মেখেছি কিংবা শিউলী ফুল যার কোন গন্ধ আজও নাকে লেগেছে আছে বলে মনে হয়নি!