অরিন্দম :
তুমি তো জানোই
ব্রম্মপুত্রের স্বচ্ছ জল আমি!
যদি মেঘ হয়ে উড়ে গিয়ে-
বৃষ্টি হয়ে নেমে আসি তোমার আঙিনায়,
তুমি ভিজবে আমাতে? নাকি ভিজবে না?
শংকা হয়, আকাশে কতো আষাঢ়ে মেঘ....
যদি আমাকে চিনতেই না পারো!


সুনন্দিতা :
কতো দিন দেখিনি, অথচ-
অনুভবের দরজায়-
নিত্য টোকা দিয়ে যাও!
তোমার সতেজ ভালোবাসারা-
শুধু পাপড়ি-ই মেলে, কখনো ঝরে যায় না!
তোমায় গায়ের গন্ধটা...ভুলিনি।