অরিন্দম :
সুনন্দিতা আজকাল তোমাকে নিয়ে আমার কেন জানি ভয় হয়
বাতাসে ভেসে আসা গানে তুমি গান গাও বিরহী সুরে।
তুমিতো আমার বিশ্বাসের বিশাল আকাশটা বানিয়েছিলে
দেখিতেছিলে স্বপ্ন। আমি সেই স্বপ্নের পথ ধরে হেঁটি কতনা অজানা পথ
কেন যানি তুমি দূরে সরে যাচ্ছো আর ক্রমশ একটু একটু করে বেড়ে  যাচ্ছে তোমার আমার দূরত্বের দেয়াল!
যে স্বপ্প আমাকে দেখিয়েছে পথ আমি হেঁটেছি তোমারি হাত ধরে। কতগুলো রাত দেখেছি মধুময় পূর্ণিমারাত
ভিজেছি তুমি আমি জ্যোছনার প্লাবনে অথচ তুমি কেন যানি পাল্টে যাচ্ছো।
এরকমভাবে বদলে যাবে বাসন্তিকা?


বাসন্তিকা :
অরিন্দম তুমি কেন মিছে ভয় পাও আমিতো ভেবেই পাইনা! আজকাল তোমার কি যে হল অযাথা ভাবনার সাগরে ডুবে শুধুই কষ্ট পাও!
কি ভাবনা মধ্যে ডুবে থেকে শুধু শুধু কষ্ট পাও!
যদি বলি আমার সমস্ত ভাবনা তোমাকেই ঘিরে তখন কি তোমার খুব ভালো লাগবে?
আমি ভাবি আমাদের নিয়ে সেখানে শুধু তুমি আর আমি।
প্রেম করে সময় কি শেষ করতে হবে আগামী নিয়ে কিছুই ভাবনা বল?
তুমি কবি অথচ কিছুই বুঝতে চাওনা এটা কেন বলতে পারো অরিন্দম?