সুনন্দিতা:
অরিন্দম তুমি কি শুধুই আমার উপর নির্ভর। করে থাকবে?
সব কাজ এনে আমার উপরে চাপিয়ে দিয়ে কবিতা আর ছবি আঁকা নিয়ে ব্যস্ত ;
নিজের প্রতি আরো দায়িত্ববান হও।।


অরিন্দম:
সুনন্দিতা তুমি আছো বলেই আজও আমি স্বপ্ন দেখি গান গাই দিনবদলের প্রান্তিক মানুষের। সব কিছু শুধু আমার আমার করে কেন দেখো বলতে পারো?


সুনন্দিতা:
অরিন্দম এটাই তোমার দোষ; আমি কিছু বললেই তেলেবেগুনে জ্বলে উঠা। আমি কি অন্যকারো কথা বলেছি ; শুধু তোমাকে নিয়ে আর তুমি আমি এখানে অন্যকারো কথা নয়।। বুঝলে কবি; আবার শিল্প তুমি।
তুমি শুধু আমার নও অরিন্দম আমি জানি তুমি সবাইকে নিয়ে ভাব এবং সবার কথা চিন্তা করেই লিখো আর আঁকো।


অসমাপ্ত