অরিন্দম:
চলে যাচ্ছো সুনন্দিতা?
আজ কি হল বলতো
মুখটা গম্ভীর করে হাটা ধরলে!
কিছু কি হয়েছে?
বলোনা প্লিজ লক্ষ্মীটি;
একটু থেকে যাও
যেওনা প্লিজ সুনন্দিতা।


সুনন্দিতা:
অরিন্দম আজ আর কিছু ভালো লাগছে না প্লিজ কথা বাড়িয়োনা!
আমাদের আর কিছু হবেনা;
তুমি বরং বিয়ে করো
সংসারী হও।
আমি আর নিজেকে নিয়ে ভাবতে চাইনা
সমাজ সবকিছু নেবেনা।
আমার পরিবার মা ভাইবোন  আছে
তাদের নিয়েই ভাবতে চাই।


অরিন্দম:
সুনন্দিতা মাঝেমধ্যে নিজেকেই যেন ভুলে যাই!
আর তুমি ভুলে যাবে;
কি করে সব ভুলে যাওয়া যায় বলতে পারো সুনন্দিতা?
আমি যে সত্যিই সত্যিই প্রেমে পরেছি;
বিশ্বাস করো তুমিই আমাকে স্বপ্ন দেখতে শিখিয়ে ছিলে
আর সেই স্বপ্নের পথে হেটে এগিয়ে গিয়েছি অনেক দূর যেখানে থেকে ফিরে আসা সম্ভব নয়।


সুনন্দিতা:
আর ভুল হয়েছে
তোমাকে স্বপ্ন দেখা
আমি যে অসহায় অরিন্দম;
বুঝতে চেষ্টা করো প্লিজ।
সংসার আর জন্য নয়!
আমি সংসার বিবাগী হয়েই থাকতে চাই
আমাকে ক্ষমা কর
প্লিজ অরিন্দম ক্ষমা কর।।


অরিন্দম:
সুনন্দিতা সব দোষ মেনে নিয়ে ফিরে যেতে চাইলেই একটি স্বপ্নের মৃত্যু হয় কি?
তুমি অবিনাশী কবিতা
যার প্রগাঢ়তা খুঁজে ক্লান্ত হয়ে উঠেনি কোনদিন
আমার ভালোবাসা এতো ঠুংকো নয় সুনন্দিতা!


সুনন্দিতা:
অরিন্দম তুমিতো কবি কবিতা রাজ্যের মহারাণী বানিয়েছো আমাকে আমি গ্রহণ করেছি হয়তো মনের অজান্তে।
কিছু বুঝবার চেষ্টা করেনি তা কিন্তু নয়।
কবিরা নাকি বিশ্বপ্রেমিক হয় সত্যি তাই নাকি অরিন্দম?
আমি কি একমাত্র প্রেমিকা তোমার
যার অস্তিত্বের সাথে মিছে থাকো তুমি!


অরিন্দম:
সুনন্দিতা মাঝেমধ্যে মাঝরাতে তোমাকে আবিস্কার করি
কবিতার মতো
তার মানে এই নয় ব্যক্তিগত জীবনে তুমি ছাড়া আর কেউ আছে!
তবে একটি কথা বলতে চাই
কবিরা কেন বিশ্বপ্রেমিক হবে
কবি শুধু তোমার কথা চিন্তা করে লিখে না।
অনেকের কথা অনেক মানুষের প্রেমে জীবন সংগ্রাম কিংবা জীবন জয়ের আনন্দ হাসিগানে সুখদুঃখ নিয়েই লিখে অসাধারণ সুন্দর লেখায় সেটাই তুলে ধরে।


সুনন্দিতা:
অরিন্দম আমি কিন্তু এমনিতেই বললাম
রাগ করলে নাকি সত্যি সত্যি;
তুমি সুন্দর বুঝে শুনে অসাধারণ সুন্দর করে লিখো
তার জন্য আমি সৌভাগ্য যে
তোমার মতো এরকম মানুষ পেয়েছি।
ধন্য আমি অরিন্দম সত্যিই ধন্য।


অরিন্দম:
সুনন্দিতা সব অভিমান ভুলে এসো হাতে রেখে হাত এগিয়ে যাই সাম্যের চির আনন্দে
আর থেমে থেকো না
চল এগিয়ে যাই...
আমার ভালোবাসা শুধু তোমার জন্য।
ভুল বুঝলে খুবই কষ্ট পাই;
নিজেকে আর ঠিক রাখতে পারিনা।
আর দূরে থেকো না।।