অরিন্দম:
আকাশের তাঁকালে মনটাকে আকাশস্পর্শী বিশাল মনে হয় যদিও মন কি আর আকাশের মত হয়!
তবে তুমি যাই বলনা কেন সুনন্দিতা সত্যিই আকাশের মত মনটা যদি হয়ে যেত।
সুনন্দিতা:
অরিন্দম আমি যদি বলি তোমার মনটা সত্যিই আকাশের মত;
কেন নয় আকাশটা যে আমাদের ভালোবাসার এখানে তুমি আর আমি সারাদিনমান পাখি হয়ে শুধুই উড়ে বেড়াই।
অরিন্দম :
তোমার মনটা বিশাল তাই এভাবে ভাবছ তুমি সুনন্দিতা সত্যিই বিশাল হৃদয় তোমার।
সুনন্দিতা:
তুমি কিন্তু বাড়িয়েই বল আমাকে অরিন্দম! আমি আছি তোমার পাশেই সুখে কিংবা দুঃখে। এই হৃদয়টা কি বলে জান কি?
এখানে তোমার অবস্থান ঠিক আগের মতোই।