অরিন্দম:
সুনন্দিতা আজ কেন জানি আমার সত্যি সত্যি ডাকাত হতে ইচ্ছে করছে!


সুনন্দিতা:
অরিন্দম আজও কী পাগলামি করবে?
আমায় একটু কি শান্তিতে থাকতে দেবেনা?


অরিন্দম :
সত্যিই বলছি সুনন্দিতা আজ আমি ডাকাত হব!
বলতে পারো
মস্তবড় ডাকাত ;


সুনন্দিতা:
অরিন্দম সারাদিনে কতবার ভুলে থাকো আমাকে
সে কথা মনে আছে?
আমি জানি নেই!
তুমি শুধুই তোমাকে নিয়েই ব্যস্ত!
আমার দিকে ফিরেও তাঁকাও না।


অরিন্দম:
আজও আমায় পাগল বললে সুনন্দিতা?
হ্যাঁ তুমি বলতেই পারো।
আমি যে তোমার পাগল পুরুষ!
অরিন্দম আর সুনন্দিতা গাছ এবং পাতার মতোই।


সুনন্দিতা :
অরিন্দম তুমি না ডাকাত হতে চাইলে ; তোমাদের কবিদের একটাই সমস্যা কখন কি যে বলো মনেই থাকেনা!


অরিন্দম :
সুনন্দিতা তুমি কি করে বলতে পারলে আমি সব ভুলে যাই?
সত্যি বলছি আমি আজ ডাকাত হবো মস্তবড় ডাকাত! লুট করবো সমস্ত তোমার...