আমার প্রয়োজন ফুরিয়ে গেছে
কতটা প্রয়োজন ছিল তোমার কাছে,
জীবনের শুভমুহুর্ত উপভোগে!


আমিতো অপেক্ষায় থেকেছি
রাতজাগা পাখির মতো
যাকে তুমিই বলেছিলে নিশাচর।


অপেক্ষায় থেকেছি সুপূর্ণিমা রাতে
তোমারই -
অপেক্ষা স্বপ্ন দেখায় আমি পূর্ণিমা দেখি
কখনো কখনো একাকিত্ব গিলে খায়
চাঁদকে অতিক্রম করে কালমেঘ
ঢেকে রাখতে চায় অন্ধকারে
তবুও অপেক্ষা
স্বপ্ন এবং বাস্তবতার।


আমার প্রয়োজন ফুরিয়ে গেছে
কজতটা প্রয়োজন ছিলো তোমার কাছে!


নদীর মতো চলমান জীবনে
কতটা বদলে যাও তুমি
কতটা দূরে গেলে
সুখময় অনুভূতি ছুঁয়ে দেয় তোমায়!


তোমার অস্তিত্ব খুঁজে প্রগাঢ় বিশ্বাস
অবিরাম জীবন জয়ের গানে
তুমিও এসো কবিতার চয়নে
নবদিগন্তে,
নতুন দিনে,
নতুন আলোয়-
যে অপেক্ষা ছিল তোমার জন্য
শুভ সন্ধ্যা উপভোগের
এই আনন্দ আয়োজনে।


এসো প্রিয়তম
অনুযোগ অভিমান অনুরাগ ভুলে-
কবিতা পড়ে গান গেয়ে
জয় করি সত্যি কে
জয় করি চিরন্তন ভালোবাসাকে।